১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা আনলো রিয়েলমি

১৭ জুলাই, ২০২০ ০০:০৭  
মাত্র একদিন আগেই অপো ১২৫ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি উন্মোচন করেছে। এবার রিয়েলমি নিজস্ব ব্র্যান্ডের প্রযুক্তিতে উন্মোচনের ঘোষণা দিয়েছে। খবর জিএসএম এরিনা। ১২৫ ওয়াট আল্ট্রাডার্ট নামের এই চার্জিং প্রযুক্তি ৪০০০ ওয়াটের ব্যাটারি মাত্র তিন মিনিটে ০% থেকে ৩৩% চার্জ করতে পারবে। সকল আন্তর্জাতিক মান সমর্থন করে এটি তৈরি করা হয়েছে। রিয়েলমি ৫০ ওয়াট ও ৬৫ ওয়াটের আরও দুইটি সুপারডার্ট আল্ট্রা-থিন চার্জার আনার ঘোষণা দিয়েছে। ১২৫ ওয়াট চার্জিং প্রযুক্তিতে থাকছে কুলিং সুবিধা, যার ফলে তাপমাত্রা কখনোই ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে না ডিবিটেক/বিএমটি